বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠী সড়কের বানারীপাড়া ডাকবাংলো মোড়ে বাসের ধাক্কায় মুন্নী বেগম নামে এক নারী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নী বেগম একই এলাকার মো. শাহিনের স্ত্রী।
বানারীপাড়া থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, "সেবা পরিবহনের একটি বাস গতরাতে ডাকবাংলো মোড়ে দিক পরিবর্তন করিছল। এ সময় বাসের পেছন দিকের ধাক্কায় মুন্নী বেগম ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এর আগেইঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯