সিরাজগঞ্জ সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদকে সদর উপজেলার দিয়ার পাচিল বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সুলতান মাহমুদ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দিয়ার পাচিল এলাকার মৃত ময়না শেখের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "পুলিশের কাজে বাধা দান ও নাশকতার অভিযোগে সুলতান মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার নামে বিস্ফোরক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এতোদিন তিনি পালিয়ে ছিলেন।"
তিনি আরও জানান, "রাতে সুলতান মাহমুদ দিয়ার পাচিল এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।"
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১