বরগুনায় দুই মাদক বিক্রেতাকে স্থানীয় জনগণ পাঁচশ’ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। আটক ব্যক্তিরা হলেন-বরগুনা সদর উপজেলার ছয় নম্বর বুড়িরচর ইউনিয়নের মৃত আবদুল লতিফ ঘরামীর ছেলে মো. কামাল ঘরামী এবং পূর্ব ফেরিঘাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে বেল্লাল।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলার পাঁচ নম্বর আয়লা পাতাকাটা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরিফুজ্জামান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আজিজ চৌকিদার, আমজাদ মার্কেটের খোকন মৃধা ও এই ইউনিয়নের পুলিশিং কমিটির সহযোগিতায় কামাল ও বেল্লাল নামের দুই মাদক বিক্রেতাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।"
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান বলেন, "আটক কামাল ও বেল্লালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সকালে তাদের কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।"
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫