ঠাকুরগাঁও সদর উপজেলায় শাকোয়াত (৪০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ বরই গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঠাকুরগাঁও পৌরসভা ৯নং ওয়ার্ডের হঠাৎপাড়া হাজ্জী মসজিদের পাশের এক বরই গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাকোয়াত ৩নং আকঁচা ইউনিয়েনের দক্ষিণ বঠিনা হাজ্জীপাড়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টায় শাকোয়াত বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
শাকোয়াতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ঠাকুরগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) ফিরোজা।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম