নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগুন লেগে পাঁচ পরিবারের ১৪ বসতঘর ভস্মিভূত হয়ে গেছে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে মোসলেম উদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত বিভিন্ন বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১৪টি ঘরে থাকা ধান, চাল, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান জানান, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম