বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ এদরকে আটক করে।
আটকরা হলো- মাদ্রাসা বাজার এলাকার আনোয়ার খানের ছেলে রিপন খান (২৮), গাবতলা গ্রামের মৃত মজিদ ফকিরের ছেলে কালাম ওরফে কালু ফকির (৩৫), বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে জামাল হোসেন ওরফে কালু (৫০), কাঠালতলা গ্রামের মৃত আজিজ শেখের ছেলে ফারুক (৪৭) ও ভাইজোড়া গ্রামের আলতাফ খানের ছেলে বেল্লাল খান (৪৫)।
থানার ওসি মো. রাশেদুল আলম জানান, ওই ৫জন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তারা আটক হয়েছে। এদের নিকট থেকে প্রায় আধা কেজি গাঁজা ও ৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ৪টি মামলা দায়ের করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম