নোয়াখালীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে নোয়াখালীর মাইজদিতে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচাপায় এক নারীর মৃত্যু হয়।
এদিকে, শুক্রবার ভোর ৬টার দিকে আরেকটি সড়ক দুর্ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হন। নোয়াখালীর চাটখিল উপজেলায় মুনছির সড়ক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপ-পরিদর্শক (এস.আই) জসিম উদ্দিন, মিল্টন বড়য়া, মো. মহসিন, এসআই লুৎফুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এ.এস) আই নুর আজম।
গুরুতর আহত এস আই জসিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। বাকীদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাটখিল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ আল মাছুম জানান, বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল মাইক্রোবাস নিয়ে থানা থেকে টহলে বের হয়। ভোর রাতের দিকে মাইক্রোবাসটি থানায় ফেরার পথে চাটখিল-রামগঞ্জ সড়কের মুন্সি বাড়ির দরজা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় মাইক্রোবাসে থাকা পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হন।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা