নাশকতাসহ ১২ মামলার আসামি গাইবান্ধার সাদুল্যাপুর থানা শাখার শিবিরের সহ সভাপতি মাইদুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে বগুড়া জেলা শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাইদুল ইসলাম সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুয়াদহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সাদুল্যাপুর থানার উপ পরিদর্শক (এসআই) রনি কুমার দাস জানান, মাইদুলের বিরুদ্ধে ৫ জানুয়ারি ভোট কেন্দ্রে নাশকতা মামলাসহ ১২টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। খবর পেয়ে সকালে বগুড়া শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর সাদুল্যাপুর থানায় আনা হয়।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম