বাগেরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ১৯ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে থানা পুলিশের কয়েকটি দল জেলার বিভিন্ন এলাকায় ওই বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে জেলার সাতটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৯ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী মাদক বিক্রেতাও রয়েছেন। এসময় তাদের কাছ থেকে ফেনসিডিল, গাজা, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বাগেরহাট জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী অভিযানে নয়টি উপজেলার সাতটি থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বাগেরহাট মডেল থানায় একজন নারীসহ পাঁচজন, চিতলমারীতে চারজন, মোরেলগঞ্জে পাঁচজন, মংলায় তিনজন, কচুয়া, মোল্লাহাট এবং রামপাল উপজেলায় একজন করে মাদক বিক্রেতাকে আটক করা হয়। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ