নেত্রকোনার কেন্দুয়ায় ছাত্রদলের কর্মীসমাবেশে পুলিশী বাধার সূত্র ধরে হওয়া সংঘর্ষে প্রায় ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে কেন্দুয়া পৌর এলাকার আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কেন্দুয়ায় পাঠানো হয়েছে।
আহত পুলিশেরা জানান, শুক্রবার দুপুরে স্কুল মাঠে ছাত্রদলের কর্মী সমাবেশ হওয়ার খবর পেয়ে তাতে বাধা দিতে যায় কেন্দুয়া থানার একদল পুলিশ। এ সময় ছাত্র দলের একটি মিছিল সমাবেশ স্থলে আসতে চাইলে পুলিশের বাধায় মিছিলটি ছত্রবঙ্গ হয়ে যায়।
পরবর্তীতে ছাত্রদলকর্মীরা এক হয়ে পুলিশের ওপর হামলা চালালে এস আই আবুল বাশার, এস আই সাইয়েদুল, আব্দুল কাদেরসহ প্রায় বেশ কয়েকজন পুলিশ আহত হন। পুলিশের দাবি, আহতরা সবাই পুলিশ সদস্য।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, মামলার ভয়ে আহত ছাত্রদলকর্মীরা সরকারী কোনো হাসপাতালে চিকিৎসা নিতে আসেনি। গা ঢাকা দিয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে কিনা জানতে কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলামের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/ফারজানা