নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচন সংশ্লিষ্টদের আমরা বলেছি, তারা যেন কোনো পক্ষপাতিত্ব না করে। সম্পূর্ণভাবে তারা যেন একটা নিরপেক্ষ নির্বাচনে নিজেদের নিয়োজিত রাখে। পক্ষপাতিত্ব বা অনিয়মের তথ্য পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কমিশন জিরো টলারেন্স মনোভাব পোষণ করবে।
শুক্রবার দুপুরে কুমিল্লার আঞ্চলিক সার্ভার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে শাহাদাত হোসেন চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার ব্যাপারে আমরা আমাদের নির্বাচনী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারি রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্টসহ সবাইকে প্রশিক্ষণ দেব। তারা যেন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে।
এসময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল ও সহাকারি রিটার্নিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা