পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুর নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ শহিদ উদ্দিন জানান, কাশিনাথপুর থেকে ছেড়ে আসা পাবনাগামি একটি যাত্রীবাহী বাস আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনসহ মোট ৩ জন নিহত ও ৪০/৪৫ জন আহত হয়। আহতদেও উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেলেও একজন পরিচয় অজ্ঞাত রয়েছে। এরা হলেন, জেলার বেড়া উপজেলার কাশিনাথপুর বরাট গ্রামের নিফাজ উদ্দিনের ছেলে আবু মুছা (৪০), সাথিয়া উপজেলার বোয়ালিয়া হাটবাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল মমিন।
প্রত্যক্ষদর্শী ও আতাইকুলা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডেও নির্বাচিত ইউপি সদস্য আব্দুল রশিদ বলেন, আমি রাস্তার পাশে দাড়িয়ে ছিলাম, বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। মধুপুর একটি সাঁকোর কাছে আসার পরই চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি খালে উল্টে পরে যায়। এ সময় যাত্রীদের আহাজারী শুনে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে আহদের বাসের মধ্যে থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। ওই বাসের প্রায় অর্ধশতাধিক যাত্রীই কম বেশী আহত হয়েছে।
এ বিষয়ে পাবনা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মেহেদী ইবনে মোস্তফা বলেন, আহত রোগীরা হাসপাতালে ভর্তির সাথে সাথে আমরা সবাই মিলে সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করছি। হাসপাতালে আসার পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায় আর একজন হাসপাতালে আসার আগে মারা গেছে। এখনও প্রায় চল্লিশ জন আহত রোগী ভর্তি রয়েছে তাদের সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ৩/৪ জনের অবস্থা আশংকা জনক বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/এনায়েত করিম/হিমেল