কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. জুয়েল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার নাজিরেরবাগ এলাকা থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
নিহত জুয়েলের বাবার নাম মো. হারুন মৌলভি।
কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পেটের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/এনায়েত করিম