জয়পুরহাটের ব্যবসায়ী ফরিদ হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রউফ ওরফে শিপনকে (৩৫) মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
গ্রেফতার শিপন খাস পাহানন্দা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মো. জহুরুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার খাস পাহানন্দা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রউফ ওরফে শিপনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় হত্যা, অপহরণ ও চুরি সংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
সবকটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হচ্ছেন আব্দুর রউফ ওরফে শিপন।
উল্লেখ্য, ২০০৯ সালের ৫ মার্চ জয়পুরহাটের চাঞ্চল্যকর ব্যবসায়ী ফরিদ হত্যা মামলার প্রধান আসামি শিপন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/এনায়েত করিম