বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি মাঠ থেকে তোতা মিয়া (৫৮) নামে এক অটোভ্যান চালককে গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে তার অটোভ্যান পাওয়া যায়নি।
ভ্যানটি ছিনতাই করতেই দুর্বৃত্তরা তোতা মিয়াকে হত্যা করে বলে ধারণা করছে পুলিশ।
বগুড়া সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে তোতা মিয়া অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সংসারে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
প্রতিদিনের মতো মঙ্গলবার বিকাল ৫টার দিকে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তার খোঁজ পাননি। বুধবার সকাল ৬টার দিকে শাখারিয়া ইউনিয়ন কার্যালয়ে নিকটে গোপালবাড়ি মাঠে রাস্তার ধারে তার গলা কাটা লাশ পাওয়া যায়।
পরে লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব কোনো শত্রুতার জের ধরে বা ছিনতাইকারীরা ভ্যান ছিনিয়ে নেবার জন্য তাকে হত্যা করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ