বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামের ধান খেতের পাশ থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠিয়ে দেয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান নিহতের নাম পরিচয় জানা যায়নি। কি কারণে কে বা কাদের দ্বারা কিভাবে অজ্ঞাতপরিচয়েও ওই ব্যক্তি নিহতের শিকার হয়েছে তাও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি-চালিতাবাড়ি আঞ্চলিক সড়কের পাশের একটি ধান খেতে এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরণে লুঙ্গি ছিল।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/হিমেল