গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বন্ধ হয়ে যায় ইউরিয়া সার উৎপাদন।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক এসএস কামরান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, গত ১৫ এপ্রিল বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ কারখানা বন্ধ রাখতে চিঠি দেয়। ওই চিঠির প্রেক্ষিতে বুধবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ কর্তৃপক্ষ। এর ফলে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সেটি জানাতে পারেননি তিনি।
কারখানা সূত্র জানিয়েছে, এই কারখানায় উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১২শ' মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। তবে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলাগুলোতে সার সঙ্কটের কোনো সম্ভাবনা নেই।
বিডি-প্রতিদিন/এস আহমেদ