বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রলারডুবিতে নিহত ১৭ জনের পরিবারকে ২য় দফায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বুধবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করেন। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও উপজেলা পরিষদ পৃথক পৃথকভাবে ১০ হাজার টাকা করে পরিবারগুলোর জন্য বরাদ্দ করে।
এই টাকা বিতরণের জন্য উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন যৌথভাবে আজ এক সভার আয়োজন করে। মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন এ সভায় প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ওবায়দুর রহমান। উপজেলা চেয়ারম্যান আ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইচ চেয়ারম্যান ফাহিমা খানম, জেলা পরিষদের সদস্য অধ্যাপক আফরোজা খানম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মুকিত হোসেন ঝন্টু এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন হাওলাদার, চেয়ারম্যান মাহমুদ আলী, পৌর যুবলীগের সভাপতি আসাদুজ্জামান বিপু এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/হিমেল