নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক সেবনে বাধা দেয়ায় একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে মাদক সেবনকারীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার রথি গ্রামের পাটোয়ারী বাড়িতে।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার রথী গ্রামের হোসেনের ছেলে ইয়াছিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক এনে খুচরা বিক্রি ও সেবন করে আসছিল। গত ১৩ এপ্রিল রাতে মাদক ব্যাবসায়ী ইয়াছিন তার অন্যান্য সহযোগিদের নিয়ে পাটোয়ারী বাড়ীর আঙ্গিনায় বসে ইয়াবা সেবন করছিল। এ সময় ওই বাড়ীর মালিক আব্দুল ওহাবের ছেলে রাব্বি তাদের বাধা দেয় ও ছবি তোলে। এ নিয়ে তাদের উভয়ের মধ্যে মতবিরোধ সৃষ্টির একপর্যায়ে মারামারিও হয়।
বিষয়টি সমাধানে স্থানীয় চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের নেতৃত্বে রথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
সালিশের রায় অমান্য করে মাদক ব্যবসায়ী ইয়াছিনের নেতৃত্বে তার সহযোগী বাকের, জাহাঙ্গীর, মহসীনসহ ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে মঙ্গবার দিবাগত রাত ১০টার দিকে আব্দুল ওহাবের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা কুপিয়ে ও পিটিয়ে দিন আব্দুল ওহাব, তার ছেলে ইউসুফ, রাব্বি, ছেলের স্ত্রী জাহানারা বেগম ও নাতনি ১৬ মাস বয়সী রিমুকে আহত করে।
আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়দেব কুমার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসার লক্ষ্যে সালিশ করেছি। সালিশের রায় অমান্য করে মাদকসেবীরা পুনরায় হামলা চালিয়েছে।
সোনাইমুড়ী থানার ওসি ইসমাইল মিঞা জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৭/ফারজানা