একাত্তরে মানবতাবিরোধী অপরাধে কিশোরগঞ্জের দুই রাজাকারের ফাঁসির রায়ে আনন্দ মিছিল করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। একইসঙ্গে পথচারীসহ একে-অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। পরে মুক্তিযোদ্ধা অফিসের সামনে তাৎক্ষণিক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক রায় ঘোষণার পর জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সামনে থেকে মুক্তিযোদ্ধাদের একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
মানবতাবিরোধী অপরাধী মোহাম্মদ মোসলেম প্রধান ও রাজাকার সৈয়দ মোহাম্মদ হোসেনের ফাঁসির রায় দেয়ায় স্বস্তি প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সরকারের প্রতি ধন্যবাদ জানান মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক রাজাকার কমান্ডার সৈয়দ মোহাম্মদ হোসেনকে গ্রেফতারসহ অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ