লক্ষ্মীপুরে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ একাধিক মামলার আসামী মফিজকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে স্থানীয় উত্তর জয়পুর ইউনিয়নের মধ্য জয়পুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বাংলাদেশ প্রতিদিনকে জানান, অস্ত্রসহ মফিজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৭/ফারজানা