বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুরে অভিযান চালিয়ে গলদা চিংড়ির ৩ লাখ রেনুপোনা বোঝাই একটি ট্রাকসহ ১০জনকে আটক করেছে র্যাব। বুধবার ভোরে অভিযানে আটককৃত ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।
একই সাথে জব্দকৃত গলদা রেনু পোনা বিভাগীয় কমিশনার কার্যালয় সংলগ্ন লেকের মিঠা পানিতে অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস।
আটককৃতরা হলেন, ট্রাকের চালক বাগেরহাটের মো. শেখ মিন্টু, মাদারীপুরের পাঁচখোলা গ্রামের মো. আমির হোসেন, ভোলার রামদাশপুরের মো. মোক্তার হোসেন, মো. শফি সরদার, মো. আবু সাইদ, মো. রিয়াজ, মোঃ মনির, মো. তৈয়েব হোসেন সরদার, মো. ফারুক এবং মো. ইউনুছ।
এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মেঘনা নদী থেকে অবৈধভাবে আহরিত বিপুল পরিমান গলদা চিংড়ির রেনু পোনা বরিশাল হয়ে সাতক্ষীরা ও বাগেরহাটের উদ্দেশ্যে পাঁচার করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে র্যাবের একটি দল ভোরে নগরীর কাশীপুর এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৫৩৮) তল্লাশী করে ১৪টি ব্যারেলে রক্ষিত ৩ লাখ পিস গলদা চিংড়ির রেনু পোনাসহ ট্রাকটি জব্দ করেন তারা।
আটক করা হয় ট্রাকে থাকা চালকসহ ১০জনকে। পরে আটককৃতদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হোসাইনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হয় সবাই।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/হিমেল