রাজবাড়ীর পাংশায় বিদ্যুৎস্পৃষ্টে মো. নজরুল ইসলাম খান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তরপাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নজরুল ইসলাম ওই গ্রামের মৃত লোকমান খানের ছেলে।
পাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মুনা জানান, বুধবার সকাল ১০টার দিকে নজরুল তার নবনির্মিত পাকা ঘরের ইটের দেয়ালে মটর দিয়ে পানি দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/এনায়েত করিম