মাগুরার শেখপাড়ায় সড়ক দুর্ঘটনায় মীর আতাহার আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর আতাহার আলীর বাড়ি মাগুরার কাউন্সিল পাড়ায়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
মাগুরা হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে কোনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আতাহার আলী। পরে স্থানীয়রা তাকে আলীকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/এনায়েত করিম