রাঙামাটির ঘিলাছড়িতে মোটরসাইকেল চালক সাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
বুধবার ভোর ৬টা থেকে রাঙামাটি শহরে বিভিন্ন সড়কে পিকেটিং শুরু করে হরতাল সমর্থকরা। হরতালের কারণে শহরের সব দোকানপাঠ বন্ধ ছিল। চলাচল করেনি সড়ক ও নৌ-পথে দুরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সকল প্রকার যানবাহন। অফিস আদালত খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম ছিল। তবে অনেকে পায়ে গেটে বিভিন্ন কাজে যেতে দেখা গেছে।
অন্যদিকে বনরূপা বাজারের হাটের দিন থাকলেও হরতালের কারণে বাজার মিলেনি। আর কোন দোকানপাট খুলেনি। হরতালের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলম জানান, বাঙালী মোটরসাইকেল চালক সাদিকুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ হরতাল পালন করছে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল চলছে।
এদিকে এ হরতালে সমর্থনে মাঠে নেমেছে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। এছাড়া রাঙামাটি শহরের প্রধান সড়ক বনরূপায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলম নেতৃত্বে, পৌরসভা এলাকায় পার্বত্য নাগরিক পরিষদের আহবায়ক বেগম নূর জাহান, কলেজ গেইট এলাকায় ফয়েজ আহমেদ ও মানিকছড়িতে আল-আমিনের নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি নেতাকর্মীরা।
উল্লেখ্য, ১০ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙামাটির ঘিলাছড়িতে আসার পথে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সাদিকুল ইসলাম নিখোঁজ হয়। ঘটনার ৩দিন পর ঘিলাছড়ি এলাকায় তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পরিবার থেকে নানিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করে তার পরিবার। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ সহ অন্য সংগঠন গুলো এ হরতালের ডাক দেয়।