কুমিল্লার চৌদ্দগ্রামে আলী হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে পৌর এলাকার নাটাপাড়া গ্রামের আবদুল খালেকের পুত্র।
বুধবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলগাজতে পাঠানো হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এএসআই শাহজাহান জানান, মঙ্গলবার রাতে নাটাপাড়া রাস্তার মাথা থেকে এক কেজি গাঁজা, দশটি ইয়াবা ও দশ বোতল ফেনসিডিলসহ আলী হোসেনকে (৩২) আটক করা হয়।