চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামে সন্ত্রাসীরা জিয়াউর রহমান জিয়া (৪০) নামে এক মৎস্যজীবীকে গুলি করে হত্যা করেছে।
মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত জিয়া কায়েতপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কায়েতপাড়া নারায়নকান্দি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, জিয়াউর রহমান মঙ্গলবার রাতে বিল পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় রাত ৩টার দিকে বিল থেকে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। জিয়াউর রহমান বাড়ির কাছাকাছি পৌঁছলে তাকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
পুলিশ আজ বুধবার সকালে ঘটনাস্থল থেকে জিয়ার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুপুরে সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।
তিনি আরও জানান, ঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে একই গ্রামের ফজলু সরদারের ছেলে সেলিম সর্দ্দারকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, এ ব্যাপারে নিহত জিয়াউর রহমানের ভাই আসাদুল ইসলাম বুধবার দুপুরে থানায় একটি হত্যা মামলা করেছেন। ১০/১২ জন অজ্ঞাত আসামি জিয়াউর রহমানকে হত্যা করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, পূর্ব শত্রুতার কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/এনায়েত করিম