বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ- ভারত নৌপ্রটোকলভুক্ত চ্যানেল পানগুছি নদীতে ট্রলার ডুবিতে নিহত ১৮জনের পরিবারকে ২য় দফায় এই আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও উপজেলা পরিষদ প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে বুধবার বিকালে আনুষ্ঠানিক ভাবে এই টাকা চেক বিতরণ করেন। গত ২৮ মার্চ এই চ্যানেলে ইঞ্জিনচালিত খেয়া ট্রলার ডুবির ঘটনায় মহিলা ও শিশুসহ ১৮ জন মারা যায়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন যৌথ ভাবে এই চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্য বক্তব্য বাখেন, উপজেলা চেয়ারম্যান আ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইচ চেয়ারম্যান ফাহিমা খানম, জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা খানম, উপজেলা আ. লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন হাওলাদার, ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, পৌর যুবলীগের সভাপতি আসাদুজ্জামান বিপু।