খাগড়াছড়ি জেলার মহালছড়ির মোটরসাইকেল চালক সাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারসহ ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ(পিবিসিপি) সহ সমমনা সংগঠনগুলোর ডাকে বুধবার খাগড়াছড়ি-রাঙ্গামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে পিকেটিং করছে। সকালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শাপলা চত্বর থেকে আদালত সড়কের দিকে যাবার সময় মাস্টার পাড়া মোড়ে একটি পাথর বোঝাই ট্রাকে পাথর নিক্ষেপ করে কাচ ভাংচুর করে পিকেটাররা। পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশী হামলায় বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সভাপতি খাগড়াছড়ি শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিনসহ তিন কর্মী আহত হয়।
হরতাল চলাকালে জেলা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীন ও দুরপাল্লার সড়কে সব ধরনের যানবাহন চালাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল মহালছড়ি উপজেলা থেকে দুই পাহাড়ী যুবক ভাড়ায় মোটরসাইকেল চালক সাদিকুল ইসলামকে রাঙ্গামাটির ঘিলাছড়ি নিয়ে যান। তখন থেকে নিখোঁজের চারদিন পর গত ১৩ এপ্রিল বিকেলে রাঙামাটির ঘিলাছড়ি এলাকা থেকে মাটিচাপা অবস্থায় সাদিকুলের লাশ পাওয়া যায়। সে থেকে বাঙ্গালী ছাত্র পরিষদসহ সমমনা দলগুলো বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসুচী পালন করে আসছে। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে গত ১৬ এপ্রিল পল্টু চাকমা নামে একজনকে আটক করে পুলিশ।