জেলার কালীগঞ্জ উপজেলার বারাজান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এরশাদুল ইসলাম (২৪) নামে এক বখাটে যুবকের এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা সহকারী ভুমি কমিনশনার মামুন ভূঁইয়া এ কারাদণ্ডাদেশ আদেশ দেন। সাজাপ্রাপ্ত বখাটে বারজান গ্রামের আব্দুল মজিদের ছেলে।
কালীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, স্কুল আসা-যাওয়ার পথে বারাজান উচ্চ বিদ্যায়ের ৯ম এক শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উক্ত্যক্ত করতো বখাটে এরশাদুল। মঙ্গলবার বিকেলে ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি আসার পথে এরশাদুল তার শরীরে স্পর্শ করার চেষ্টা করেন। এসময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা বখাটে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে রাতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সহকারী ভূমি কমিনশনার মামুন ভূঁইয়া এ কারাদণ্ডাদেশ দেন।
কালীগঞ্জ থানার ওসি মুকবুল হোসেন জানান, বুধবার সকালে সাজাপ্রাপ্ত এরশাদুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।