খাগড়াছড়িতে বৈসাবি কনসার্ট বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পণ্ড হয়ে গেছে।
বুধবার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল মাঠে সেনা সদর রিজিয়ন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত বৈসাবি কনসার্ট সন্ধ্যা হতে শুরু হয়। চলছিলো কনসার্ট। ঠিক রাত ৮টায় বৈশাখী ঝড়ো হাওয়া ও প্রচণ্ড বৃষ্টিতে পুরো কনসার্ট পণ্ড হয়ে যায়।
মঞ্চে তখন গান পরিবেশন করছিলেন চট্টগ্রামের শিল্পী নওশিন। আঞ্চলিক ভাষার গান “সাম্পানওয়ালা” গান শুরুর সাথে সাথেই প্রচণ্ড ঝড়ো বৃষ্টি সব লণ্ডভণ্ড করে ফেলে। উপস্থিত দর্শক ও অতিথিবৃন্দ নিকটস্থ সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টিনে আশ্রয় নেয়। কনসার্টে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান। কনসার্টে প্রচুর দর্শক সমাগম ঘটে।