নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে ১৬ বছর বয়সের রমজান আলী নামে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ধরে নিয়ে যাওয়া কিশোর পোরশা উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের আজাহার আলীর ছেলে।
এ বিষয়ে নওগাঁর নীতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রহমতুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার সকাল ৮টার দিকে হাপানিয়া সীমান্তের ২৩১/৪/এস সংলগ্ন নিজের জমিতে ধান ক্ষেত দেখতে যায়। এ সময় ভারতের ৬০ ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা রমজান আলীকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়া কিশোর রমজান আলীকে ফেরত আনার জন্য ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পে বিকালে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বিকালে চিঠির জবাবে তারা আমাদেরকে জানিয়েছেন, বৃহস্পতিবার যে কোন সময় দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হতে পারে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন