সাভারে বিরুলিয়ার খাগান এলাকায় একটি কারখানায় বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কী ভাবে কারখানাটিতে আগুন লেগেছে, তা জানা যায়নি। জানা যায়, এ অগ্নিকাণ্ডে কারখানাটির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। কারখানাটির ভেতরে প্রায় সবগুলো মেশিন পুড়ে গেছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, সাভার ফায়ার সার্ভিসের দুটি ও আশুলিয়ার ডিইপিজেডের দুটি এবং উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/এ মজুমদার