সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। বুধবার রাত নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, রাতে ঝড়ের সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়। মুহুর্তের মধ্যে আগুন শফিকুল, রাজু, হাকিমের মুদি ও ওষুধের দোকানসহ পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ঘন্টাখানেক পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করেন। আগুনে প্রতিটি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় পনের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ