কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা সীমান্ত থেকে আবু তালেব (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ বৃহস্পতিবার ভোরে নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বকসী সীমান্তের ৯৩১ এর দুই নং সাব পিলারের কাছ থেকে তাকে আটক করে বিজিবি টহল দল।
আটক আবু তালেব কোচবিহার দিনহাটা থানার কিশামত করলা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। বর্তমানে তিনি বিজিবি গোরকমণ্ডল ক্যাম্পে আটক রয়েছেন।
বিজিবির গোরকমণ্ডল ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় টহল দল তাকে আটক করে।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম