সিরাজগঞ্জের বেলকুচিতে বজ্রপাতে ফেরদৌসী খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ফেরদৌসী খাতুন উপজেলার ধুকুরিয়াবেড়া ইউপির পিরারচর গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাতে ঝড়-বৃষ্টির সময় গৃহবধূ ফেরদৌসী খাতুন গোয়ালে গরু রাখতে যায়। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একই সময়ে তার গরুটিও মারা যায়।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম