জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ক্ষুদ্র জোনাইল মৌজার একখণ্ড জমি নিয়ে সংঘর্ষে গুরুত্বর আহত আব্দুল আজিজের (৬৫) মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দিবাগত রাত ৪টার দিকে মারা যান তিনি।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোনাইল নয়াপাড়া গ্রামে আশরাফ আলীর সাথে প্রতিবেশী ঈমান আলীর মধ্যে গত ৮ এপ্রিল জমি নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। এব্যাপারে ঈমান আলীর ভাই হোসেন আলী বাদী হয়ে রনিকে প্রধান আসামি করে ১২ জনের নামে একটি মামলা করেছেন। তবে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আজিজের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল ২০১৭/এনায়েত করিম