বাগেরহাটের মোরেলগঞ্জে সাদিয়া আক্তার নামে ছয় মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুটিখালীর গজালিয়া গ্রামের একাধারীয়া খাল থেকে সাদিয়ার লাশ উদ্ধার করে। সাদিয়া শোনাখালী গ্রামের দিনমজুর আমীর হোসেন শেখের একমাত্র সন্তান।
থানার এসআই হামিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
সাদিয়ার মা মহিতুননেছা এই ঘটনার জন্য স্বামী আমীর হোসেনকে দায়ী করছেন। থানা পুলিশ ও স্থানীয়দের কাছে তিনি অভিযোগ করে বলেন, তার স্বামীই সাদিয়াকে হত্যা করে খালে ফেলে দিয়েছে।
থানার ওসি মো. রাশেদুল আলম জানান, বুধবার সকালে মেয়ে সাদিয়াকে নিয়ে পিতা আমীর হোসেন কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। বিকেলে আমীরের ভাই নেয়ামত আলী থানায় জিডি করেন। সাদিয়ার মরদেহ পাওয়া গেলেও পিতা আমীর হোসেনের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ফারজানা