পটুয়াখালী শহরে ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধ করার ব্যাপারে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দ্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে জেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন। তাদের ডাকা ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজ বৃহস্পতিবার সকাল থেকে ইজিবাইক চলাচলও বন্ধ রয়েছে।
গতকাল বুধবার থেকে ধর্মঘট শুরু হয়। পৌর শহর ও এর আশপাশের এলাকায় যাত্রীবাহী অটোরিক্সা-ইজিবাইক চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চ ও বাস টার্মিনালে আসা দূর-দুরান্তের যাত্রীরা। স্কুলগামী শিশু শিক্ষার্থীসহ অফিস আদালতের কর্মজীবী মানুষরাও পড়েছেন দুর্ভোগে। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। প্যাডেলচালিত হাতে গোনা রিক্সা চলাচল করলেও বেশিরভাগ মানুষকে গন্তব্যে হেঁটে যেতে হচ্ছে।
রিক্সাচালক শ্রমিকরা জানান, চালকদের সময় না দিয়ে হঠাৎ করে ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত অমানবিক। এতে ধার-দেনা করে যারা ব্যাটারিচালিত রিক্সা কিনেছেন তাদের পথে বসতে হবে। তাই তারা কর্মবিরতি পালন করছেন। ব্যাটারির মেয়াদ অনুযায়ী একবছর এসব রিক্সা চলাচলের সুযোগ প্রদানের দাবি জানান তারা।
গত ১০ এপ্রিল জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় শহরে দুর্ঘটনা রোধে ব্যাটারিচালিত রিক্সার চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। ব্যাটারি খুলে ফেলে প্যাডেলচালিত রিক্সা চলাচল করতে পারবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে শহরে এ বিষয়ে মাইকিংও করা হয়।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ফারজানা