পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নারীসহ তিনজন আহত হয়েছেন। তারা হলেন দুলাল মাঝি (৫৮), সবুরা বেগম (৮০) ও ফরিদ মাঝি (২৪)। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ফরিদ মাঝি বাদি হয়ে মঙ্গলবার কলাপাড়া থানায় মিরাজ পাহলোয়ান, সোহেল মাঝিসহ সাত জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এর আগে, সোমবার রাত ১০টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের চরনিশানবাড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
কলাপাড়া থানা ওসি জি এম শাহনেওয়াজ জানায়, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/মাহবুব