দিনাজপুরের বিরলে বিষ্ণুপুর ঢিপি (বুড়ির থান) প্রত্নস্থানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল এ খনন কাজ করছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষণা পরিচালক অধ্যাপক ড. স্বাধীন সেন খনন কাজে সকলের সহযোগীতা কামনা করে বলেন, গত ২০০৫-০৬ সালে গবেষণা করে দেখা গেছে, মুল্লাক দেওয়ান মাজার, শঙ্কপানি মন্দিরসহ বিরল উপজেলার বিভিন্ন এলাকায় ১৬২টি প্রত্নস্থান রয়েছে। সরকার চাইলে প্রতিটি প্রত্নস্থান পর্যায় ক্রমে খনন করা হবে।
মঙ্গলবার আনুষ্ঠানিক এ খনন কাজের উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাউল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বিরল উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল থানার ওসি আব্দুল মজিদ ও রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আজম।
এছাড়াও প্রত্নতত্ব স্থান খনন কাজ করতে আশা জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল, ভিভিন্ন সম্প্রদায়ের মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল