চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় বুধবার রাতে ২ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জন নারী রয়েছে। হাজীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন- হাজীগঞ্জ টোরাগড় মৃত শাহাদাত মজুমদারের স্ত্রী কাজল বেগম (৪০), কক্সবাজার জেলার চকরিয়া কইয়ার বিল এলাকার মৃত নুর আলমের স্ত্রী রোজিনা খাতুন (৫০), একই এলাকার বদরুনের স্ত্রী ফরিদা বেগম (৬০), চট্টগ্রাম পটিয়ার মৃত মিরাজের স্ত্রী রানী বেগম (৪৫) ও কক্সবাজার জেলার উখিয়ার মোহাম্মদ আলীর ছেলে আবুল কালাম (২৭)।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা গোপনে ইয়াবার ব্যবসা করে আসেছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার