মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ী ইউনিয়নের মধ্যচরে পান ব্যবসায়ী কবির মৃধাকে (৪৫) অপহরণের পর দুই চোখ উপড়ে ফেলে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। কবির মৃধা ওই গ্রামের নূরুল হক মৃধার ছেলে ও ইউপি সদস্য খবির মৃধার বড় ভাই।
বুধবার সন্ধ্যা ৭টায় তাকে অপহরণের পর এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে কালকিনির বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে থেকে উদ্ধার করে পুলিশ। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী কবির মৃধার বরাত দিয়ে পুলিশ জানায়, কালকিনির খাসেরহাট লঞ্চঘাট থেকে পান নিয়ে ঢাকায় যাওয়ার পথে তাকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে এনে সন্ত্রাসীরা কুপিয়ে ও খুঁচিয়ে তার দুই চোখ তুলে ফেলে হত্যার চেষ্টা করে। এসময় পুলিশ বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রাম থেকে বরিশালের মুলাদী, শরীয়তপুরের ঘোসাইরহাট এবং মাদারীপুরের কালকিনি থানার পুলিশ মিলে তাকে উদ্ধার করে।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে নেওয়া হয়। পুলিশের উদ্ধার অভিযান চলাকালে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
জাতীয় চক্ষু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুর রহমান জানান, ধারালো ছুরি দিয়ে কুপিয়ে কবির মৃধার দুই চোখ তুলে নেওয়া হয়েছে।
এ ব্যাপরে শরীতপুরের ঘোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মেহেদী মাসুদ বলেন, 'আমরা খবর পাওয়ার দুই ঘণ্টা পর আউলিয়ারচর থেকে কবির মৃধাকে উদ্ধার করি। পরে তাকে কালকিনি থানা পুলিশ নিয়ে যায়।'
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, কবির মৃধাকে অপহরণের খবর পেয়ে দ্রুত মুলাদী ও ঘোসাইরহাট থানার ওসিদের জানিয়ে আমরা তাকে উদ্ধার করি। খোঁজা-খুঁজির দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সেলিম হাওলাদার, সাইদুল বিশ্বাস ও জাহাঙ্গীর আকন নামের তিনজনকে আটক করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, কবির মৃধাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/ ০৪ মে ২০১৭/আরাফাত