মেহেরপুর পৌর নির্বাচনে স্থগিত হওয়া সাত নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। নির্বাচন কমিশনের উপসচিব নুরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত নির্বাচন সংক্রান্ত আদেশ জেলা নির্বাচন কার্যালয়ে এসে পৌঁছেছে।
মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার ১৫টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের ১১ ও ১২ নম্বর কেন্দ্র দুটির ভোটগ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং অফিসাররা। মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে অবস্থিত ওই দু'টি কেন্দ্রে মোট ভোটার চার হাজার ৫৬৩ জন।
১৩টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান রিটন নয় হাজার ২০৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন সাত হাজার ৮৪১ ভোট।
বিডি প্রতিদিন/৪ মে, ২০১৭/ফারজানা