জামালপুরের সরিষাবাড়িতে পিকআপ ভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ি-তারাকান্দি সড়কের তালুকদার বাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুতিয়ারপাড় গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান(৬০) এবং মৃত রজব আলীর ছেলে হাতেম আলী(৬৫)।
বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, স্বজনদের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৪ মে ২০১৭/ আরাফাত