সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ডাকাতকরা হানা দিয়ে ওই বাড়ি থেকে স্বর্ণালস্কার, নগদ টাকা, ইউরো পাউন্ড ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে গেছে।
বুধবার গভীর রাতে উপজেলার দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আফছর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
প্রবাসীর মা মনোয়ারা খানম জানান, ১৫/২০ জনের মুখোশ পরা ডাকাত দল ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণালস্কার, একশত পাউন্ড, ২০ রিয়াল, ছয়টি মোবাইল, নগদ ৪৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের ইনর্চাজ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ০৪ মে ২০১৭/আরাফাত