চাঁপাইনবাবগঞ্জে এবারও গাছ থেকে আম নামানোর সময়সীমা বেধে দেয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আম ক্যালেণ্ডার প্রণয়ন বিষয়ক সভায় সময়সীমা বেধে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২০ মে’র আগে গাছ থেকে কোনও আম নামানো যাবে না। ওইদিন (২০ মে) থেকে কেবলমাত্র গুটি জাতের আম নামানো যাবে। তবে বাণিজ্যিক জাতের আম নামাতে হবে ২৫ মে থেকে। শুরুতেই অর্থাৎ ২৫ মে থেকে গোপাল ভোগ আম নামানো যাবে। হিমসাগর বা ক্ষিরসা আম নামানো যাবে ২৮ মে থেকে। এভাবে ল্যাংড়া বা বোম্বাই ৫ জুন থেকে, ফজলি ১৫ জুন, আশ্বিনা ১ জুলাই থেকে নামানো যাবে।
সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। পরে তিনি সাংবাদিকদের জানান, রাসায়নিকমুক্ত নিরাপদ আম বাজারজাত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমচাষী ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, নাচোল উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার