নাটোর শহরের হরিশপুর পুলিশ লাইনের দুই পাশে অবস্থিত জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। প্রায় চার ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে কোন কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, জঙ্গি আস্তানা সন্দেহে আজ সকাল থেকে হরিশপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত যুগ্মসচিব আমজাদ হোসেনের বাড়িটি ঘিরে রাখে। চার মাস আগে আরিফ হোসেন ও সুফিয়া বেগম নামে দু'জন জাতীয় পরিচয়পত্র দিয়ে 'নার্গিস গার্ডেন' নামে তিনতলা ভবনটির নিচতলা ভাড়া নেয়। বাড়ি ঘেরাওয়ের পর থেকেই পুলিশ তাদের বাড়ি থেকে বের হয়ে আসার জন্য আহ্বান জানায়। পরে দুপুর দেড়টার দিকে 'নার্গিস গার্ডেন' নামের বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি মশিউর রহমান।
এদিকে একই এলাকার আব্দুল হাইয়ের বাড়িটিও ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়িতে চারজন অবস্থান করছে বলে পুলিশ ধারণা করলেও পরে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। বিকাল তিনটায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও অনেক চেষ্টার পরও পুলিশ বা র্যাবের আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার