টাঙ্গাইলের গোপালপুরে গাছ থেকে পড়ে আব্দুল আহাদ (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে পোড়াবাড়ি গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।
আব্দুল আহাদের বাবা অটো রিকসা চালক আব্দুর রশিদ জানান, আব্দুল আহাদ বুধবার বিকালে পাকা গাব খাওয়ার জন্য বন্ধুদের সাথে নিয়ে বাড়ির পাশের গাব গাছে উঠে। পরে হঠাৎ সে প্রায় ৩০ ফুট উচ্চতা থেকে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সকালে তার নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আব্দুল আহাদ পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
বিডি প্রতিদিন/এ মজুমদার