কুমিল্লার চান্দিনায় মোঃ সাগর (১২) নামের এক শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে মোঃ দেলোয়ার হোসেন (৩০) নামের অপর এক শ্রমিক। শুক্রবার বিকেলে চান্দিনা উপজেলার দারোরা বাজারের একটি বেকারিতে এ ঘটনা ঘটে।
নিহত সাগর চান্দিনার দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে। এদিকে হত্যার সাথে জড়িত বলে অভিযোগ উঠা দেলোয়ার হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
চান্দিনা থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বেকারির সিনিয়র শ্রমিক মো. দেলোয়ার হোসেনের সাথে কাজ করা নিয়ে সাগরের বাকবিতণ্ডা হয়। এ সময় দেলোয়ার তার হাতে থাকা কাঠের বেলনী দিয়ে সাগরের মাথায় আঘাত করে। মাথা থেকে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সাগর মারা যায়।
চান্দিনা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করেছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/হিমেল